খুলে দাও মুখ
মুখোশের সমুদ্রে দানবের হুল্লোড়
যাপিত জীবন পোহায় নীতির অসুখ
খুলে দাও মুখ
পশুত্বের ফাঁকে ফাঁকে জীবনের মহড়ায়
খুচরো কিছু মানুষ আসুক।
খুলে দাও মুখ
আর্তের ভয়ার্ত দুচোখে আস্থার বিরল সুবাস
সংক্রামক বিশ্বাস ছড়িয়ে পড়ুক
খুলে দাও মুখ
প্রতারিত স্বজন জানুক
চামড়ার নিচে গজায় গোখরার নির্মোক।