পাহাড়ী নদীর মন দু-চোখ তোমার
জীবনের পলেস্তারা জ্যোছনার ঢেউ
মানুষের মতো সব পাথরের খাঁড়ি
হৃদয়ের ডুবোচরে জাল ফেলে কেউ।
সুন্দরের মত সব নিঝুম প্রভেদ
আলখাল্লা নীল তুলে হাঁটে চক্রবাল
ব্যথী এক চোখ যেন মেখেছে দিগন্তে
বেগুনী তুলির পোঁচ শেষ ধ্রুব লাল।
তবুও ভূগোল জুড়ে ছড়িয়েছে পাড়া
মানুষের ঘরে দিন ফুরায় জীবন
জীবিতের মতো রোজ জেগে যায় তারা
বুকের ফসিলে খুঁজে পুড়েছে যে মন।
একদা বালিকা রোদ দিয়েছিল দেহ
কুরুক্ষেত্র ঘটে গেছে রয়েছে সে স্নেহ।