মন কেমনের পাতায় পাতায়
আঁকছি নিনাদ লিখছি শোক
রাশভারী তার সুখের সুদিন
খুৎবা দিয়ে নিটোল হোক।

বিষাদ প্রবাল পতন বলয়
বিষণ্ণ রোদ আমার থাক
ঠুনকো জীবন, নুন-ভাতে কার
বাঁধ ভাঙা তার হাসি পাক।

সুখের শিৎকার খিস্তি খেউড়ে
কানের পোকায় ধরুক ঘুণ
আমি না হয় আয়েশ ছাড়া
ডামিত্বকে করবো খুন।