গড়তে গিয়ে ভেঙে গেছে চ্যুতি
নিলাম করে দিলাম অনুভূতি।
তোমার ভাগের আধা আগুন ভাগে
বরফকে জল করবে অনুরাগে।
ঘুম পোড়ানো প্রহরগুলো তুলে
কোল বালিশে জড়িয়ে নেব ভুলে।
স্মৃতি-মেঘের বিরহবক দেখে
স্বাতী তারাই ভাববো বিশাখাকে।
তবু যদি অকাল ফাগুন জ্বলে
খেয়াল স্রোতে নিজেই যাবো গলে
অনুযোগের আকাশ দলে পায়ে
চৈতী হাওয়া হবো অচীন গাঁয়ে।