একটি কই তোমারে একটি কথা কই
আমার যাবার বেলায় আমারে বিদায় দিও সই...
তোমারে একটি কথা কই
দরদীয়া নাই গো আমার
কে দিবে বিদায় শেষে
কে সে শূন্য ভিটায় জ্বালবে আগুন
আঁধার গেলে এসে
তারায় তারায় খুজবে কে সে
ফেলে স্মৃতির মই...
তোমারে একটি কথা কই
আজ রাতে আর হবে না গো
মিলন তারার মেলা
থাকবে না আর ভাঙা গড়ার
লুকোচুরি খেলা
জল হবে না কূল হবে না
ফল হবে যতই...
তোমারে একটি কথা কই।