উড়া পালক মেঘের শালিক পোষে
গাঙে নামে আকাশ জোড়া স্তুতি

সান্ধ্য সিঁদুর সন্ধানী  প্রত্যুষে
মাখছি নিরিখ, হালকা অনুভূতি।


আলোক তমাল রোদের ঝাঁপি খুলে
বৈশাখী ঠোঁট গায়েন হোলি আসে

চাঁদ পড়েছে হীরার আকাশ ভুলে
ঝড় উঠেছে বুকের কোমল শ্বাসে।

মুখের কোলাজ ফুলকে করে ফিকে
চপল হাওয়ায় উড়ছে বর্ণা শাড়ি

লোধ্ররেণু ভুলিয়ে আরশিকে
চোখের দীঘল পাঠ করেছে বাড়ি।

আলোক তুফান, চুলতলাতে উড়ে
তোমার সুবাস ইউরোপাতে দোলে

আসুক সেনা,  মৃত্যু বা জোচ্চুরে
নিজকে আমি নিজেই গেছি খুলে।