কেমন আছো মেঘের কেলাস
বজ্র আঁটা নিগূঢ় ঘুরুঘুরু?
মায়াবতীর কোমল উঠান
কেমন আছো একলা শেষের শুরু?

কেমন আছো নদীর ছলাৎ
পাল এড়ানো গভীর বুনো হাওয়া
বিকেল ঝরা পাখির পালক
গাঙ শালিকের প্রিয়ার বাঁকা চাওয়া?

কেমন আছো কাঠগোলাপ আর
স্বর্ণচাঁপার হলুদ পাঁপড়িগুলো
শিউলী কি আজ কুয়াশাকে
শিশির চুমে জড়িয়ে দিছে ধূলো?

গন্ধগোকুল, বনবিড়াল- সুখ
ব্রহ্মপুত্রে শুশুক কেমন আছো?
মাটির ধরায় বাঁচতে না দিক
মনের আকাশ দখল করে বাঁচো।

কেমন আছো ফেলানীরা?
কিংবা গাজার গোত্রহারা পরী?
আমরা যাবো মানুষ হতে
এই কথাটা বলার জন্য ' সরি'।

রোদ বালিকা কেমন আছো
সঙ্গী হারা কেমন আছে পুসি?
নীল হাওয়াতে সাঁতার কেটে
এক বিরহ একশ জনম পুষি।