শবযাত্রা

তুমি বুঝি অগ্রাণের পাতা ভেজা কুয়াশায় ভিড়েছো আমন?
নুয়ে পড়া আকাশের দুরতম কোল ঘেষে জলা-মাঠ,ঘাসে
মিহিদানা ধান বেয়ে স্তব্ধতায় দাড়িয়েছেো ঘরে ফেরা মন
সুগন্ধি সন্ধ্যার ঢেউ বুড়ির ভিটায় চেপে মিশে যাও শ্বাসে।

রাতের মাতালতায় হলুদ পায়ের নখে বিপন্ন চুম্বন
শিশিরের প্রেম যেন নীহারিকা ছুঁয়ে এসে নাম ধরে ডাকে
দুরতর মেঠোমঞ্চে কুয়াশা শেষের নদে ঘুঘু ডাকা বন
তোমার শরীর হয়ে গাঢ়নীল বেদনায় বিষণ্নতা আঁকে।

হিমেল আকাশ জুড়ে মুখের কোলাজে জাগে কপালের টিপ
শরবনে নেমে গেছে বর্ষার দীঘল জল কটিব্যাঙ ডাকে
আরো দুর বালিয়াড়ি মৃতদেহের মতন ভাসা ভাসা দ্বীপ
শবযাত্রা করে বুঝি উদ্বেল শৈশব নিয়ে বিদেহী তোমাকে।