চোখের ভেতর আলোক বর্শা টানে দাঁড়
কতটা ঊনমানুষ হলে বাস্তুচ্যুত দিন খায়
গপাগপ গরিলা জীবন?
অথচ বাউলা বসন্ত তার কাঁচুলির সৌন্দর্য মদ একদিন দেদার ঢেলেছিল আমার
নীল উষ্ঠবিম্বাধরের গহন উপত্যকায়।
কতটা প্রেমিক হতে হতে বিভ্রান্তির সারগামে
কতবার উপুড় করবো সবগুলো পিষ্ট পাঁজর?
বুড়ি পৃথিবীর চুলে যৌবনের মাতাল ভীমরতি--
আঙুলে তার মগজ খুবলাবার জ্বর।