আমার আকাশে তুমি প্রমিত ও মৃত এক তারকার নাম
ধাবমান সময়ের ঘোড়া বেয়ে
বিলুপ্ত হয়েছি বেশি বিলুপ্তির চেয়ে
হাতে নিয়ে সভ্যতার পুরনো নিলাম।
তুমি এক লুপ্ত মুদ্রা-- সময়ের চেয়ে বেশি হয়েছো প্রাচীন
কৈবর্তের কাদাপ্রেমে হারানো প্রবাল
কালের কল্লোলে ধোয়া সৈকতের গাল
অস্ট্রিক নারীর জিনে লুপ্ত ভোটচীন।
পুরনো আকাশ নিয়ে কোন এক হেমন্তের
রোদে আজো ভাসি
তোমার শ্মশান মনে চলিত ঘাগড়
মটকিলা হয়ে যেন পুরনো আগর
ভেড়ার পালের মতো হাঁটে রাশিরাশি।