আলোর ঘোড়া রাত থেকে ঠুকরে খাচ্ছে নীল
ছায়া ছায়া মহীরুহ এঁকেছে ধোঁকার কোলাজ
পুরাতন কারবালা নতুন আবিরে আনে
ভূগোল জুড়ে এক পিপাসা ফোরাত
সকিনাদের আহাজরি উন্মাদের খাবার
হয়ে অলংকৃত করে শান্তিচুক্তির দস্তখত।
টাই ও কোটের কোরাসে চলে বিশ্বশান্তির প্রেতাত্মার অদ্ভুত ভুতপূজা।
ভিখিরি সময় হাত খালি করে পোক্ত করেছে পরমানু মিশন
মানুষ মারার বাজেটের চেয়ে বড় অংকের কোন দৃষ্টতা নেই নরখাদকের ভূগোলে।
সামন্ত সন্ধ্যায় সীমারের তরবারি ভাসায় আকাশ
রক্তের চাকা মেঘে সবেগে উড়ে যায় হোসেনের লাশ।