গোঁসাই বাজার ভরেছে দুষ্টে বিপাকে পড়েছে প্রভু
আহত বিবেক ফাঁসিতে ঝুলেছে কাশীতে কীর্তন তবু।
ধর্ম বেচুয়া কিনেছে বর্ম ঘুষের টাকায় হাজী
ঠকিয়ে বিধাতা নেভাবে দোযখ ভিস্তিওয়ালা মাঝি।

মক্কা-মদীনা ভিরমি খেয়েছে জমজম সেজে বোকা
কত পদাঘাত নেবে নেহায়াত নেক সুরতের ধোকা।
মসজিদ দেখে চেয়ারের সারি ক্ষমতার পুজা শুনে
এশা বা আসরে জামাআত পড়ে শুধু গোটা তিন জনে।

বিধবা রমিজা পদ্দানী চেনে সভাপতি সাব সহ
পরী বুবু কয় কুকুরও ভাল রাখে মানবিক মোহ।
কান্তায়া ছোটে কুলি থেকে জজ--  সব কুকাজের কাজী হতে
আমলা--মন্ত্রী,  আরবের শেখ, চারপায়ে হাঁটে বাপে-পুতে।

কমেছে মানুষ এত মহামারী বসুধার এই ভীড়ে
সুশীলের দেশে পশুদের স্বর বেজে উঠে ঘুরে ফিরে।
নগন্য কিছু ছড়িয়ে ছিটিয়ে মানুষ রয়েছে ঋণ
বিলুপ্ত এই মানুষের জাতি টিকবে কি কিছু দিন?