বুকের মাধুকর চম্পট দিয়েছে বিদ্বেষ করিয়া ঋণ
বানোয়াট বিরহে অনশন করেছি  শুধু আমি সে আলাদিন
ভাড়া করা দৈন্যে অলীক উপবাস বৈরাগ্য বটিকা সেবি
চিঁছকাঁদুনো সেই চান্দুর মেয়েকে এনে করে দিয়েছি দেবী।

ভেতরের আমাকে মেথরেরাও জানে প্রভাবের চিতায় তুলে
সাহেব কলাগাছ গুলশানে রুয়েছি আদিগোদ ঢেকেছি ফুলে।
গরীবের কপালে শুধু লাথি মারিনি হাতি পুষে তাদের পেটে
কলাগাছ ঢুকিয়ে গরীবের পাছায় বদান্য ছেপেছি নেটে।

বদমাশ জনতা বিশ্বাস করেছে  শরীফের শরীফা চাষ
জনতার সেবক রয়েছি এতকাল হয়ে দিদির ক্রীতদাস
আমাকে ব্যবহার কায়েমীরা করেছে জাতীয়তা করেছি আমি
ছাব্বিশ রাষ্ট্রে প্রতিপত্তি আছে আর কে সে চাদনা তুমি?