এমন পৌষালী রাত পেট ঝোলা চাঁদে
আহা কী নিঝুম মন রুয়েছে আকাশ
নীহারিকা গেছে তবে অন্ধ অবসাদে
স্মৃতিমেষ কুয়াশায় খেয়ে যায় ঘাস।
বিশাখা আগুন রঙে চেয়ে অপলক
নিস্তব্ধতা এঁকে যেন কচি অন্ধকারে
শরীরের ভাঁজ মুছে উড়েছে যে বক
কল্পনার ঢেউ ভেঙে ছোঁয়ে যায় তারে।
তোমার শতাব্দী যেন অনাদী যৌবন
আমার চোখের পাতা কুয়াশার গানে
ঢেলে যায় মদিরায় মেঠো এক মন
গভীর স্বপন ছেনে ভ্রান্তি অভিযানে
শ্রান্তির নিমেষ তবু ফেলে এক তারা
নিরবে উবেছে কোন ক্লান্ত পতিতারা?