স্বরচিত বেদনায় ভেসে চলেছে সরোদ
জীবন ফেঁসেছে বাবু ঠোঁটে
একটা নিভৃত ছায়া ঘাস খায় বুকে পিঠে
পরাজয় লিখা চিরকুটে।
মায়াবী আঁধার যেন দখলে নিয়েছে চোখ
শূন্যতার ভীড়ে জাগে দ্বিধা
কার সে শালুক ঝিলে ভেসেছে হংস কার
আনমনে গিলে চলে ক্ষিধা!
পোয়াতী চাঁদের ধুনা জড়ায় পুরুষ যেনো
মধ্যমকে উত্তমের নামে
রেখে যাই না পাওয়া বিবর্ণ বিষাদ সব
তোমাদের কালো ধরাধামে।
খোয়াবের আগে পিছে শিরোনাম থাকে যেন
ফাঁকির ওপিঠে পরিচয়
মানুষের পৃথিবীতে না থাকুক মানবতা
মানুষের হোক তবু জয়।