অস্ত্রে তুমি শাণ দিয়ে নাও
ট্রিগার দেখো টেনে
বুক- বুলেটে যুদ্ধ হবে
স্বাধীনতার লেনে।
বুলেটপ্রুফে মুড়ে এসো
আমরা জামা ছিঁড়ে
দেখা হবে ব্যারিকেডে
যুদ্ধ হবে ভীড়ে।
কামান-বোমা ছড়ড়া এনো
আর্মি পুলিশ ডিবি
বুকের আগুন উস্কে দেবে
রক্তে লেখা সিভি।
ক'জন মেরে গুণবে ডজন?
ক'জন কারাগারে?
ষোল কোটী লোকের প্রিজন
ভাঙবে তুমি তারে?
যুদ্ধ হবে দৈত্য- দেবে
রক্ত-বুলেট ঘৃণা
যুদ্ধ হবে স্বৈরাচারের
ভাঙতে পাষাণ সিনা।
নিষ্ঠুরতার করছো শুরু
হত্যা-গুলির রোষে
মরে আমরা দ্বিগুন হবো
বিজয়ী প্রত্যুষে।