পৃথিবীর সবখানে বসন্তের বিকেল মানেই
কিছু তারা বিকশিত—স্ফটিকের মতো বুদ আলো,
সন্ধ্যা নামার আগেই খামারশ্রমিকদের চোখে
রোদ্দুরের যাতায়াত—অবিরাম বাতাসে কোমল।
 
এরপর জোছনায় নিঃশ্বাসের মতো নড়ে শুধু
প্রকাণ্ড দিগন্ত আর নরম ত্বকের নিচে থাকা
লাল-সুগন্ধি হৃদয়। অথচ তোমাকে ভাবলেই
প্রতিবারই বসন্ত ফিরে আসে খুব সহজেই—