দুঃখ আমার সঙ্গী শুধু
অভিমানী একাকী রথ,
বিষাদের ঘ্রাণে মাখা
একটি নীরব রাতের পথ।
চাঁদ ঝরে অশ্রু হয়ে
তোমার স্মৃতির ছায়াতলে,
বিষাদ গান বাজে মৃদু-
বুকের গোপন গহীন কোলে।
শুকনো পাতার কান্না শোনো
বাতাসে ভাসে হাহাকার,
দুঃখ যদি নাহি থাকত
কে বুঝিত আনন্দের ভার?
দুঃখ কি শুধু অশ্রুর গল্প
নীরব রাতের হাহাকার?
নাকি তার গভীরে লুকানো
এক মহাসমুদ্র অভিজ্ঞতার?
দুঃখের মাঝে জন্ম নেয় কবিতা
নির্জনতার মগ্ন সুরে,
সেখানে বেদনার বীণায় বাজে
অব্যক্ত এক অশ্রুপুরে।