মা, তুমিই তো প্রথম আলো,
তোমার ছোঁয়ায় জাগে প্রাণ,
তবু কেন কঠিন বাক্যে,
আমার হৃদয় করে খানখান?

আমার শৈশবের সব স্মৃতি,
তোমার কোলেই ছিল বাঁধা ,
তবু কেন এই দূরত্ব আজ,
কেন শুধু ব্যথার নীল?

তোমার চোখে কী আমি শুধুই ভুল?
তোমার হৃদয়ে কি নেই আমারও ঠাঁই?
আমি তো চাই শুধু একটু স্নেহ-
তোমার ভালোবাসার মধুরও ঠাঁই।

তোমার নীরব অভিমান,
আমার বুকের এক দীর্ঘশ্বাস,
তবুও আমি হাত বাড়িয়ে থাকি,
ভাঙবে কি এই দূরত্বের বেড়াজাল?

তুমি যে আমার আশ্রয়,
তোমাতে আছে পৃথিবী,
সব অভিমান ছুঁড়ে ফেলে,
ফিরে এসো মা, প্রিয় তুমি!