মানসিক ক্ষত যখন বাজে,
নীরব কান্না বুকে সাজে।
শব্দহীন সেই আর্তনাদ,
শোনে না কেউ, দেয় না সাদ।

ঘুমহীন রাত, বেদনাময় দিন,
বাঁচার মাঝে নেই তো বিন্দু চিহ্ন।
শ্বাস ফুরায়, আশা হারায়,
আলোকরশ্মি দূরে সরে যায়।

তবু কি মৃত্যু মুক্তি বয়ে আনে?
নাকি অন্ধকার আরো ঘনিয়ে আসে?
যন্ত্রণার মাঝে আলো খুঁজে নাও,
মৃত্যু নয়, বাঁচার পথ বানাও।

ব্যথার শেষে একদিন ভোর আসে,
নতুন সূর্য, রঙিন আকাশ হাসে।
আত্মার শক্তি, আশা বাঁচিয়ে রাখো,
অন্ধকার শেষে আলোকে ডাকো।