আকাশ জুড়ে চাঁদের নূর,
রমজান এলো পবিত্র সুর।
সওয়াব-মাখা রোজার গান,
সুবাস ছড়ায় ইমানের প্রান।

সেহরির ডাকে ভোরের আলো,
ইবাদতে মন দাও যে ঢালো।
নফসের বাঁধন কাটুক হেরে,
তাকওয়ার আলো ফুটুক ঘরে।

রোজার ধৈর্য, দোয়ার মালা,
ইফতারের ক্ষণে বরকতের খেলা।
কদর রাতের রহমত এসে,
মুছে দিক সব গুনাহ শেষে।

এ মাস জুড়ে রহমত ধারা,
জীবন ভরে পাক সে স্ফুরণ সারা।
তাকওয়া নিয়ে থাকুক প্রাণ,
সার্থক হোক পবিত্র রমজান!