তোমার প্রিয়
বৃষ্টি তোমার ভীষণ প্রিয়
মেঘ যদি হয় কালো,
দুহাত ভরে ঐ বৃষ্টি নিও
যেদিন নামবে আলো..।
নদী তোমার ভীষণ প্রিয়
যেথায় ভিজো রোজ,
বর্ষা এলেই প্রথম ভোরে
নিও আমার খোঁজ..।
চাঁঁদটা তোমার ভীষণ প্রিয়
নিঝুম হলেই রাত,
মধুর সুরে যত গাইবো গান
তুমি দিও কর্ণপাত..।
প্রভাত তোমার ভীষণ প্রিয়
শিশির লাগলে পায়,
স্নিগ্ধ বিকেল রোদের দেয়াল
পড়ছে তোমার বারান্দায়..।
আকাশ তোমার ভীষণ প্রিয়
নীল যদি হয় ধূসর,
তুমি স্বপ্নে এসে ভাবাও মোরে
এখন গুনছি শুধু প্রহর..।