বাজবে যেদিন মধুর বাঁশি
     সুরের মাতাল হাওয়া,
হৃদয় মাঝে হাজারো ব্যথা
      যাহা প্রেমেতে পাওয়া..।

আজই বুঝি মেঘেরা সাজে
       সাদাকালো রঙে,
প্রেমের তাগাদ দিয়েছো তুমি
       শত ঐ মহা ঢঙে..।

মেঘের দেয়াল আকাশ মাঝে
        যেন তারা ছুঁই ছুঁই,
অথৈই আঘাত কেমনে দিলি
         আমার বুকে তুই..।

লিখেছি প্রেম ঐ অচেনা খামে
        দেবো কাহার শনে,
হারিয়ে তুমি যত যাওনা কেন
       থাকবে শুধুই মনে..।