কখন জানি নিজের খেয়াল ছেড়ে
হারিয়ে গেছি তোর মাঝে,
আকাশ মেঘের গর্জন শুনেছি তবু
সন্ধ্যার পরে রাত্রি সাজে..।
বেখেয়ালি হৃদয়ে জেগেছে প্রেম
তোমার নামেই তবু যেন,
ভালোবাসার উড়াল হয়েছে মোর
ভেবেছি অবিরত আমি কেন..।
যবে মোর দেয়েছি প্রেমের নামেই
সহসা আপনা এই হৃদয়,
হারিয়ে ফেলেছি স্রোতের টানেই
অবিরাম হয়েছে প্রেম উদয়..।
রাত্রি আমার কাটেনা যে একেলা
আপনা তোমায় ভেবেছি কত,
হৃদয়ের গহীনে জ্বলেছে প্রেমের অনল
নিবাতে পারিনি যে আমি তত..।
আমি তোমার চিরদাসী হয়েছি যবে
কাটিয়েছি বেদনা একা আমি,
ক্ষণিকের আয়োজনে হারাতে চাইনা
স্মৃতি বলে যাহা দিয়েছ তুমি..।