তুমি তো সেই মেঘ
যা গগনে ভেসে বেড়াও,
তুমি তো সেই মেঘ
যা ঝরে পড়ে ভেঁজাও..।
তুমি তো সেই মেঘ
যা শ্রাবনের রঙ ছড়াও,
তুমি তো সেই মেঘ
যা মৃদু পায়ে জলে ভাসাও..।
তুমি তো সেই মেঘ
যা রোজ প্রতিদিন হাসাও,
তুমি তো সেই মেঘ
যা মোর তরে তবু পাঠাও..।
তুমি তো সেই মেঘ
যা রামধনু রঙে সাজাও,
তুমি তো সেই মেঘ
যা প্রতি নিশিদিন ভাবাও..।