তুমি এসেছিলে এক কালো মেঘে
বিষন্ন শ্রাবণের ছায়ায়,
তুমি ঝরে পড়া এক রক্তিম জবা
ডুবেছিলে প্রেমো মায়ায়..।
তুমি আকাশের নিলয়ে ভাসিয়েছিলে
সাদাকালো প্রেমের তরী,
তুমি হঠাৎ আসা প্রেম আমারও পানে
যেন এক মায়াবী পরী..।
তোমার তো প্রেম বলে কিছুই ছিলো না
শূণ্যতায় দিয়েছিলে হৃদয়,
তোমার প্রেমের তো মৃত্যু হয়েছে আগে
কবু হবেনা যে প্রেম উদয়..।
তোমার হৃদয়ে গাঁথা প্রেমের আরেক নাম
যে প্রেম বিধবা বলে ছিন্ন,
হাজারো প্রেমের পুষ্পশোভা দাও যদি তবে
হৃদয় যে পড়ে রবে তবু শূণ্য..।