দূর তো দূরে নয়
       কাছে মনে হয়,
প্রেম তো প্রেম হয়
       যা ভালোবাসা নয়..।

দেখা তো অদেখা নয়
         যা দৃশ্যমান হয়,
স্বপ্ন তো স্বপ্নের হয়
         যাহা  দৃশ্যতায় নয়..।

মেঘ তো আকাশের হয়
         যাতে বৃষ্টি হয়,
নয়ন তো মেঘ নয়
          তবে যে বৃষ্টি হয়..।

আমি তো আমি নয়,তবে
        লোকে আমি কই,
দেশ তো কাহারও নয়,তবে
         কেন এতো পরিচয়..।