রাত জেগে আছি বলে আজ
     শুনেছি পাখিদের কলরব,
চাঁদের দেশেতে আলোর দেয়ালে
        তারার হচ্ছে উৎসব..।

গান গেয়ে বয়ে চলে অদৃশ্য কূলে
          নীলয় সাগরের মেঘ,
বাদল ছুঁটেছে নদীর ঐ কিনারাই
         চোখ বুঝে সব আবেগ..।

বাঁশ বাগানের একটু ধারে দাড়িয়ে আছে
          পুরাতন সেই বট বৃক্ষলতা,
পাখিরা সব গানের সুরে বলেছে শুধুই
          মনুষ্য জাতির অতীত কথা..।

রাত্রি তবে নিঝুমও হয়েছে আজ শুধু
         হাজারো শালিকের গানে,
চাঁদের আলোয় ভরেছে কুয়াশার রঙে
          প্রহর কেটেছে ভোরের টানে..।