আমার তো কিছু নেই
     নিজের বলতে,
আছে শুধু রাগ অভিমান
    সব খানে দিতে...।

প্রেম বলে কিছু নেই
       হৃদয় কাননে,
আছে শুধু মিছে মায়া
       স্বপ্ন বুননে..।

চোখ বলে আছে দুটি
     আলো আছে তাই,
সবখানে দেখে যেতে চাই
       বুঝা বড় দায়...।

হাড় মাংস বেঁধে আছে বলে
      মানুষ কহে কেন,
জলের মতো ছুঁটেছে রক্ত
       সারা শরীর যেন..।

ক্ষণিকের আসা মূর্তি আমি
      থাকি ভবের মাঝে,
রঙবেরঙে কাটবে কতদিন
         মানুষের সাজে...।

ফিরে যাবো, চলেই যাবো
      লক্ষ্য নেই তা অটুট,
ভবের কাননে বেঁচে আছে,তবু
       দৃশ্যমান এই মুকুট..।