বিজয় মানে,
বঙ্গ দেশে নতুন উঠা ভোর
বিজয় মানে,
মেঘের কোলে সোনা ঝরা রৌদ্দুর..।
বিজয় মানে,
পল্লী পাড়ায় নব বধূর হাসি
বিজয় মানে,
সোনার বাংলা তোমায় ভালোবাসি..।
বিজয় মানে,
শহীদ মিনার নতুন পুষ্পে ঘেরা
বিজয় মানে,
বীর বাঙালীরা সব হচ্ছে দিশেহারা..।
বিজয় মানে,
ভোরে জেগে শহীদ স্মরণ রাখা
বিজয় মানে,
ছোট্ট তরী এই বাংলাদেশকে আঁকা..।
বিজয় মানে,
সাত সাগর আর তেরো নদী পাওয়া
বিজয় মানে,
পল্লীগীতি আর লোকসংগীত গাওয়া..।
বিজয় মানে,
কোকিল কণ্ঠে স্বাধীন বাংলার কথা
বিজয় মানে,
লাল সবুজে নতুন নকশীকাঁথা..।