'
হৃদয়ে আজ জাগিলো চাঁদ
মেঘলা আকাশ ঘিরে,
প্রেমের নামে বাইছেরে নাউ
যাবে অচেনা সে তীরে..।
জলের তরে গাহিবো গান
বসন্তের সুরে সুরে,
হিয়া বীণে কাটেনা রে সময়
আছে সেতো অথৈই দূরে..।
সবুজ ঘেরা অরণ্যের ছায়াতলে
ভেসে বেড়ায় তার স্মৃতি,
আমায় ভালবাসি বলিয়া গেলো
দিয়েছিলো বাহানায় যত ইতি..।
সদূর দূরে আজই যাবো রে চলে
পাল হীন নৌকার তরে,
বন্ধুটারে খুঁজিবো হেতায় গিয়ে
আনিবো তারে আজই ফিরে..।
অনেক চেনা আপন সে যে মোর
ভুলিতে পারিনি আজও তবু,
অকারনে গিয়াছে অদূর অজানায়
চিনিতে পারবে কি সে কবু..।