এটাই কি মানুষের পরিচয়..
মাতৃ গর্ভ ছেড়ে এসেছি বলে
        আমিতো আর মানুষ নয়,
মানুষ হতে গিয়ে দিতে হলো
        আমার হাজারো পরিচয়..!

দু পায়ে হাঠছি বলে সর্বস্তরে
        তবে কি মানুষ হলেম,
দু হাত ব্যবহার করে সর্বজুড়ে
         কখনও হয়েছি জালেম..।
তবে এটাই কি মানুষের পরিচয়..?

ভবের এই রাজমহলে অর্থঘেরা
        করেছি তবে বিশ্বজয়,
কত তামাশায় জোগান দিয়েছি
     তবে কি আমি মানুষের ন্যায়..।
এটাই বোধই মানুষের পরিচয়..?

কখনও মানুষ হতে গিয়ে করেছে
       সরলতায় অমানুষের ন্যায়,
কিংবা অঙ্গের শত জোর দেখিয়ে
       করেছে অবিচার সর্বদায়..।
তবুও কি এটাই মানুষের পরিচয়..?