আমি কি দোষ করেছি গো মা
তৃষ্ণা মিটাইনি ভবের,
অতৃপ্ত জন্ম দিলি নিজের লাজে
স্বাদ পায়নি যে প্রাণের..।
হয়তো ভালোবাসা পায়নি যে তোর
আশ্বাসটুকু গেছে হারায়,
ভবের তৃষ্ণায় ক্লান্ত যে মাগো আমি
হারিয়েছি অদৃশ্য পাড়ায়..।
তুই নারী বলেই জাতির প্রশ্ন একটাই
কেনো অকারনে জন্মাইলি মোরে,
কেনো বল মাগো কেন বাঁচতে দিলিনা
এই অবুঝ ছোট্ট শিশুটারে..।
তুই জানিস মা আজ আমি বড্ড আলোচিত
গুটা বিশ্ব দরবারের কাছে,
কেনো বাঁচতে দিলিনা বল ভবের কাননে
আমারও তো সবে প্রাণ আছে..।
ভালোবাসার প্রদীপ তুর দেহে জ্বালিয়ে
অদৃশ্য গর্ভে ধরলি যখন,
তুর কি লজ্জা ছিলো না মাগো তখন
কেনো বাঁধলি প্রেমের বাঁধন..।
মাগো আমি আজ অনেক প্রশ্নের কারাগারে
উত্তর দেবো কি বল তবে,
অনাত না হয়েও লাওয়ারিশ বলছে কেনো
নিষ্ঠুর এই মুসাফির ভবে...।