তুমি আজ কোথায় হারিয়ে
আমাকে করেছো একা,
অপেক্ষা শুধু থাকবে তোমার
যদি পাই গো দেখা..।
একলা থাকায় কত ইচ্ছে বুনি
তোমার কথা ভেবে,
সন্ধ্যা বেলার ডাক শুনেছি
হয়তো সেতাই পাবে..।
প্রেমের কানন শুঁকিয়ে গেলো
হৃদয় হয়েছে মরু,
প্রেম সে তো অবুঝ পাখি
মেঘে উড়ুঁ উড়ুঁ..।
হৃদয় মাঝে কাঁদছে শুধু
তোমার দেয়া স্মৃতি,
হঠাৎ কেনো হারিয়ে তুমি
প্রেম করেছো ইতি..।