দূর আকাশের চাঁদকে দেখে নয়
শুধু প্রহর কেটে যাওয়া,
নীল সীমানার সেই প্রান্তকে ছুঁয়ে
যেথায় হেরেও পাওয়া..।
গভীর ঐ নিশিতে খুঁজে পাওয়া
জোনাক বাতিগুলো নয়,
কেবল হৃদয় অন্তে বয়ে যাওয়া
হলদে রঙের সেই প্রলয়..।
তুমি অবাক দৃষ্টিতে চেয়েছিলে
আধো রাতের মায়ায়,
ঘুমের শহরে ভেসে ভেসে যায়
অপলক ঐ রাত্রি ছাঁয়ায়..।
দুই ধার চাঁদকে দেখে যে মশগুল
ঘুম হারা সেই স্বপন,
আপন করিয়া লইতে যে দিশেহারা
যেথায় গল্পেরা করে বুনন..।