আমি আকাশ বুকে চেয়ে দেখি
মেঘ ভরা ঐ নীলে,
হাজারো কথার গল্পেরা সেথায়
নাচছে সবে মিলে..।
বন্ধু আমার রাতের ঐ সঙ্গী
নিশিতে জেগে থাকে,
চোখ জুড়ালো মায়াবী তারায়
হাজারো স্বপ্ন আঁকে...।
নয়ন দেখি ঐ হারিয়েছে বাঁকে
অদূর নদের তীরে,
বন্ধু আমারে ডাকিলো শতই
অজস্র মানবের ভীড়ে...।
পূর্ণিমার ঐ রাতে লাজুক চাঁদে
জোছনা ছড়ায় কত,
বন্ধু তোমায় আজ করিগো স্বরণ
মোর ভালবাসায় যত..।