জননী আমার উঠিলো জাগিয়া
নিশীথ আধাঁরে প্রদীপ লইয়া,
ভাবিয়া সে কহিলো কারে কি যেন
দিসনা রে আমার বাচারে ছুঁইয়া..।
কাঁদিতে কাঁদিতে জননীর চোখেতে নামিলো
ললাটে ভরা অশ্রুর অজস্র শিখা,
মারিসনারে আমার আদুরের কলিজাটা রে
কাঁদাইসনা রে আমায় আর একা..।
জননীর মুখে হঠাৎ জমাট বাঁধিলো কিসে
হাসিতে হাসিতে যেন মরণ মরণ,
মোর কলিজায় আঘাত লাগিলো রে বাচা
যমেরে এখন করিবো যে স্বরণ..।
তখন জননী বুকেতে দিলো টানিয়া পাণি
লোহিত কলিজারে বাঁচাবে গিয়া,
গভীরও আধাঁর নামিলো পল্লীর চারিপাশে
জননী আমার উঠিলো জাগিয়া..।