তুমি এসেছিলে হঠাৎ আমারও ধারে
কিছু অলুক দৃষ্টির মায়ায়,
এসেছিলে তুমি কিছু কথার কথনে
ভালোবাসি বলেছিলে আমায়..।
এসেছিলে তুমি হঠাৎ আসা কিছু মেঘে
বৃষ্টিহীন ভীষন্নতার মায়ায়,
ঝড়ে পড়া বাগিচার মাঝে রেখেছো প্রেম
ভালোবাসার ভীন্ন ছায়ায়..।
হঠাৎ এসেছিলে তুমি গোধূলি বরণ রৌদ্দুরে
সন্ধ্যার আনাগুনার পথে,
বুঝাতে চেয়েছিলে তুমি ছলনার কিছু ঢলে
নিঝুম এই নিষ্পাপ রাতে..।
প্রেম বলে কিছু ভাষায় ভুলিয়ে দিয়েছিলে
হঠাৎ আসা গর্জিত বাদলে,
তাই বুঝি আমিও তা এড়িয়েছি হঠাৎ তবে
যার পরিচয়ে ছলনার প্রেম বলে..।