যখন হেঁটেছিলাম একলা পথে
তোমায় দেখার তরে,
হৃদয়ের কানন খুঁজে দেখি
পুষ্প গেছে ঝরে...।
যখন খুঁজে ছিলাম তাহার পানে
প্রেম, সেতো হলো তবে শুরু,
আকাশ নীলে ডানা মেলেছে মেঘ
হৃদয় পাজরে ধুলোই পুরো..।
ভোরের সাঁজে ডাকে কোকিলা
মিষ্টি মাখা সুরে,
নিরব হয়ে সময় কাটছে শুধু
শূণ্য হৃদয় নীড়ে...।
হঠাৎ মেঘে ঢেকে গেলো আকাশ
নীল সীমানায় পুরো,
এখন অশ্রু প্লাবন বইছে শুধু
হৃদয় হলো মরু...।