আজও বেঁচে আছে শুধু
তার দেয়া স্মৃতি,
প্রেমের কারণ হিসেবে আছে
যত লেখায় ইতি...।
স্বপ্নও ছিলো তখন অদৃশ্যতায়
যা দৃশ্যমান বলে নয়,
চোখ বুঝে দেখেছি বলে আজ
হৃদয়ের হয়েছে যত ক্ষয়..।
তুমিও তবে নিয়েছিলে অদেখার
কিছু গোপন শপথ,
যা ছিলো আমার কাছে অদৃশ্য ব্যক্ত
স্বপ্নের মতো সরু পথ..।
কিছু কথার আবদারে ব্যক্ত করে
করেছো স্বপ্নের তরী,
স্মৃতির পাতায় লিখেছিলে তবু
পড়ে আছে সেই ডাইরি..।