যেদিন আমার মরন হবে
দেখতে এসো ভাই,
এই দুনিয়ার রঙ তামাশায়
পড়ো নাকো তাই..।
যাবো হঠাৎ আকাশ মেঘে
একলা যবে চলে,
কেউ রবে না আপন টানে
যাবে সবে ভুলে..।
পরকালের চিন্তা লয়ে মনে
কাটায় ভবে দিন,
ভবের নেশা সবার মাঝেই
কেউ খোঁজেনা দ্বীন..।
মরন নেশা আসবে যেদিন
বুঝবে সেদিন হায়,
কেমন হবে স্বাদের জীবন
আজ শুধুই ভাবায়..।