নিস্তব্ধ এক আধাঁর ঘেরা শহরে
কোনো এক সময় তোমার পানে-
আমি দুমুঠো আলোর দেয়াল হবো.।

হয়তো তুমি সেদিনই আমায় খুঁজবে
খুঁজবে এক নিরব ঝাপসা চাদর হাতে-
বাদলহীন বৃষ্টির ঝিরিঝিরি ঐ স্পর্শে.।

সেদিন তো আর রবে না সেই প্রতিশ্রুতি
নির্বাক স্বপ্নেরা জড়ো হবে বিশালতায়-
সার্থকতা খুঁজবে বারেবার বিষন্নতার.।

কখনো এক বর্ষার ঘন বৃষ্টির আবেশে
তোমার খেয়ালে আমিও বিমুগ্ধ হবো-
বিমুগ্ধ হবো চৈতীর নীল ঘেরা আকাশে.।

আমি স্বপ্নের তুলিতে এঁকে দেবো প্রেম
যেই প্রেম কখনো তোমার পানে আসেনি-
সৃজন হবে সজীবতার আরেকটি ফ্রেম.।