চাঁদটা কেন যায় না দেখা
সাদা মেঘের বাঁকে,
সন্ধ্যে হলেও পাইনা খোঁজে
আকাশ তবুও আঁকে..।
কালো মেঘের গুড়ুম গুড়ুম
সন্ধ্যে নামার পরে,
তারা গুলো আজ হারিয়ে গেলো
কাল বৈশাখী ঝড়ে..।
রাত্রি হলো আজ নিঝুম মেখে
ঐ ঝিঝি পোকার ডাকে,
ভিজে যাওয়া ঐ পাখির বাসায়
দুই শালিক ছানা রাখে..।
নিভে গেলো আজ সাঁঝেরবাতি
ধমকা হাওয়ার তরে,
হঠাৎ করে জোনাক পোকা সব
ঝলমলিয়ে তাই উড়ে..।
পড়ছে আবার ঐ টাপুর-টুপুর
আকাশ হতে জল,
আসলো ধেয়ে দখিনা হাওয়ায়
হঠাৎ মেঘের দল..।