থেমে গেছে হঠাৎ করে
আমার অবুঝ ঘুম,
রাত্রি ছায়া তারার ঝাঁকে
দেখছি আরেক নিঝুম..।
এখন আমি একলা হয়ে
আছি বসে ঘরে,
চাঁদকে দেখি একটু করে
তাও অনেক দূরে..।
আলো খুঁজি এমন রাত্রে
পায়নি তার সাড়া,
বাড়ির মাথার ছিদ্র খানায়
চন্দ্র তারা খাড়া..।