বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে...
ভোরের ঐ কাক ডাকে
কুয়াশার শিশির কণায়,
সোনা ঝরা রোদের হাঁসি
রাতের ঐ শত তারায়,
ঝলমল করে চাঁদে
বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে...।
বসন্ত এসে গেছে
পল্লীর চারিপাশে
নব বধূ নদীর ধারে,
হাঁটে পায়ে নূপুরধ্বনি
ঝলমল কালো টিপে
মাঝ পথে কলসি কাকে
বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে...।
বসন্ত এসে গেছে
চারদিকে শোনা যায়
ভোরে ডাকা কোকিলের
শত সুরে মন হারায়,
ঝরে পরা বকুল তলায়
সোনামণির হাতে বাঁধে
বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে...।
বসন্ত এসে গেছে
মেঘে ঢাকা নীল খামে
পাখির ডানায় চিলেকোঠে,
গুড়ুম গুড়ুম কানে বাঁজে
ঝাপসা ঐ আম বনে
কে যেন ডাকে মোরে
বসন্ত এসে গেছে,
বসন্ত এসে গেছে...।