গগনে আজ মেঘের কেয়া
ভাসছে কতই রঙে,
উড়ছে পাখি হাজারো ডানায়
মিশছে যতো ঢঙে..।
জোনাক জ্বলা ঐ রাত্রির প্রহর
আলোয় আলোয় খেলে,
ভোরের কোকিলা ডাকছে হঠাৎ
শত স্বপনও যে মেলে..।
বসন্তী মন আজ হাওয়ায় উড়ে
ভিজায় দেহ খানি,
পাগল এই মন হারায় যে তবু
নিলো সেতাই টানি..।
আকাশ কুসুম রাঙিয়ে নিলো
কালো মেঘের ভেলায়,
সাত রঙের ঐ মায়াবী মোহে
নিজেকে তবু হারায়..।