কার গননের উড়াল পাখি
      কোন মেঘেতে যাও,
স্বপ্নের দেশেতে গেছে সখী
      যতো ইচ্ছে হারাও..।

কাশফুলের বন রাঙাও যেতায়
        ইচ্ছের ডোরে বাধাঁ,
নীল গগনের স্বপ্নের খেয়ায়
       মেঘ যে উড়ে সাদা...।

ভোরের হাওয়ায় দুলছে জানি
       রূপের বাহার তাতে,
প্রেমের তরী দুলনা খানি তার
        পুষ্প সাজায় সাথে...।

দুপুর শেষে সন্ধ্যার আকাশ
       গোধূলি বরণ মেঘে,
রূপালী দুপুর এলো যে বয়ে
       রাত্রি নামার আগে..।