তোমার ঐ কালো চুলের বাহার
লাজুক ভরা চোখ,
স্বপ্নের দেশেতে করি গো বসত
যেথায় হয় সর্ব সুখ..।
গোলাবি ঐ কোমল দুটি ঠোটে
যেন ঢেউ খেলে যায়,
ইচ্ছে মোহনায় দিয়েছি পাড়ি
কালো কাজল মায়ায়..।
কর্ণে তাহার দোলন দিচ্ছে
বর্ণতায় যত ফুলে,
লাজুক ঐ মায়াবী রাতেই
ছুঁটেছি ইচ্ছের ঢলে..।
কালো টিপের রঙিন স্বপ্নে
ভিজায় নয়ন তারা,
নিলো যে সে মনো কাড়িয়া
করে যে দিশেহারা..।
কাহার সনে গাহিবো আমি
রাত্রি জেগে গান,
লাজুক নারী দিয়েছে গেঁথে
বুঝেছি প্রেমের টান..।