এলো বুঝি মেঘ গগন পাড়ে
সাদাকালো রঙ গাঁয়ে,
নদীর বুকে সারি সারি যত তরী
হেটেছে কণ্যা নূপুর পায়ে..।
বাদল ছুঁটেছে পাগলা হাওয়ায়
শ্রাবণের পরশে মেতে,
রংধনু সাজায় মেঘেরও মাঝে
সাত রঙ এনেছে সাথে..।
বৃষ্টি ভেঁজা সেই মধ্য রাতেই
খুঁজেছি জোছনার ধারা,
অপলক দৃষ্টি আমার তবে যে
ক্ষণে ক্ষণে হচ্ছি দিশেহারা..।
মোর আপন ধারে বাঁজে সুর
মেঘো মেলার যত রং,
শূণ্যতার বাহুডোরে সাজায় তবে
যত উল্লাসের মেঘো ঢং.।
পূর্ব আকাশ মেঘে ভরা আজই
স্রোতের সুরে বাদল চলে,
কালো রঙের উষ্ণ আবহের টানে
ছুঁটে আসে বৃষ্টি হবে বলে..।