বার বার প্রতারিত হয়েছি
শুধু একই শব্দ দ্বারা,
আজ বিষাদি বর্ষণে আমিও
নিজেকে হারিয়ে দিশেহারা..।
শুধু প্রেমের নামে সেই তুমি
ছলনা করেছ যতো,
ক্ষণে ক্ষণে হারিয়েছি আজ
হৃদয়ের প্রেম সুর শত..।
বিধাতার কাছে হাজারো প্রশ্ন
কেনো যে মরণ আসেনা,
এই সজ্জিত ধরণির বুকেতে যে
তার ছন্ন আজ ভাসেনা..।
তুমি প্রেম বলে কেড়েছো মন
নামালে চোখেতে বর্ষণ,
হৃদয়ের মাঝে বসত করিয়া তুমি
করেছো আমারে ধর্ষণ..।
তুমি তো কাল নাগিনী নয় হে..
তবু যে করিলে ছোবল,
বিষাক্ত সেই প্রমের অনলে আজ
আমি যে বড়ই দুর্বল..।